পদত্যাগী ৪ ব্যক্তিত্ব যা বলার একসাথেই বলবেন

Comments
রোববার, ২৮ এপ্রিল, ২০১৯, দেশের সাংস্কৃতিক অঙ্গনের বহুল পরিচিত মামুনূর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম এবং মতিন রহমান সরকারী অনুদানে নির্মিত চলচ্চিত্র বাছাইয়ে অনিয়মের অভিযোগ এনে অনুদান কমিটি থেকে পদত্যাগ করেন। অনুদান কমিটির ৪ জনের পদত্যাগের প্রতিক্রিয়ায় বুধবার, ১ মে তথ্য মন্ত্রণালয় বলেছে, ‘কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে অনুদানের ছবি বাছাই করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।’

এ প্রেক্ষিতে পদত্যাগী ৪ জনের অন্যতম নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বাঙালীয়ানাকে বলেন, ‘১১ জনের অনুদান কমিটিতে ৫ জন ছাড়া সকলেই সরকারী কর্মকর্তা। সেই ৫ জনের আমরা ৪ জন ঐকমত্যের ভিত্তিতে একসাথেই পদত্যাগ করেছি। মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে তার প্রতিক্রিয়ায় আমাদের যা বলার তা আমরা একসাথেই বৃহস্পতিবার গণমাধ্যমকে জানাবো।’

এর আগে পদত্যাগী চার ব্যক্তিত্ব তথ্যমন্ত্রীসহ অনুদানের মূল কমিটির আগের নেওয়া সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মন্ত্রণালয় একক সিদ্ধান্তে পরিবর্তন করেছে বলে অভিযোগ করেন।

বুধবার, ১ মে, ২০১৯, তথ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০১৮-১৯ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় থেকে আটটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান দেওয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে দেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’ এবং একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রখ্যাত অভিনয়শিল্পী ড. ইনামুল হকের ‘১৯৭১ সেই সব দিন’— এই দু’টি চলচ্চিত্রের বিষয়ে ১১ সদস্যের অনুদান কমিটির চার জন অজানা কারণে ক্রমাগতভাবে অসম্মতি প্রকাশ করে আসছিলেন।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং চলচ্চিত্র অঙ্গনে দেশবরেণ্য চলচ্চিত্রব্যক্তিত্বদের অবদান রাখার সুযোগ দেওয়ার লক্ষ্যে কমিটির সর্বসম্মতিক্রমে সুপারিশকৃত সবক’টি চলচ্চিত্রের সাথে উল্লিখিত দু’টি চলচ্চিত্রকেও অনুদানের আওতায় আনা হয়, যার সাথে অনুদান কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দ সহমত পোষণ করেছেন। এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।’

ছবি: বিডিনিউজ২৪

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.