পরিবেশ দূষণের কারণে প্রতিবছর বাংলাদেশের ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৪ হাজার কোটি টাকা এবং দেশের মোট জিডিপি প্রবৃদ্ধির যা ৩ দশমিক ৪ শতাংশ।
বিশ্বব্যাংকের করা বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংক এ প্রতিবেদন প্রকাশ করে।
পরিবেশ দূষণের কারণে বৈশ্বিকভাবে যতগুলো দেশ ব্যাপক ক্ষতির শিকার, তার মধ্য বাংলাদেশ অন্যতম। এই দূষণের কারণে বছরে আর্থিক ক্ষতি হয় ৫৪ হাজার কোটি টাকা, সেখানে বলা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বে যেসব মানুষ মারা যায় তার ১৬ শতাংশ পরিবেশ দূষণের কারণে। যেখানে বাংলাদেশে এ হার ২৮ শতাংশ।
সংস্থাটি জানায়, ২০১৫ সালে বাংলাদেশের শহর অঞ্চলে ৮০ হাজার মানুষ পরিবেশ দূষণের কারণে মারা যায়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বন ও পরিবেশ মন্ত্রী মো. আনিসুল ইসলাম মাহমুদ, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পার্লকার প্রমুখ।
বাঙালীয়ানা/এজে