বন্দরনগরী চট্টগ্রামে পাহাড়ধসে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া দেয়ালধসে একজন নিহত হয়েছেন। ১৩ অক্টোবর,২০১৮ দিবাগত রাতে পৃথক এই ঘটনা ঘটে।

পাহাড়ধসে নিহত একজনের লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: সৌরভ দাশ
আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে ভারী বৃষ্টিতে পাহাড়ধস হয়। ১৩ অক্টোবর,২০১৮ দিবাগত রাত আড়াইটার এই ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হন।
নিহত তিনজন হলেন বিবি জোহরা (৬০), তাঁর মেয়ে নূরজাহান বেগম (৪৩) ও নূরজাহানের মেয়ে ফজর-উন নেসা (৩)। নূরজাহান বেগম ফিরোজ শাহ কলোনির নূর মোহাম্মদের স্ত্রী।
পাহাড়ধসে নিহত ব্যক্তিদের এক স্বজনের আহাজারি। ছবি: সৌরভ দাশ
অপরদিকে, পাঁচলাইশ থানার রহমান নগরে দেয়ালধসে নুরুন নবী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ১৩ অক্টোবর,২০১৮ রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দীন উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাঙালীয়ানা/এইচকে/জেএইচ