পাহাড় কাটায় ৩ শ্রমিকের শাস্তি

Comments

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এলাকায় পাহাড় কাটার দায়ে তিন মাটি কাটা শ্রমিককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার, ৩১ আগষ্ট, ২০১৮, বিকালে পাহাড় কাটার সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা মোঃ হাসেম, মোঃ আজিম ও মোঃ জসিম। আদালতসূত্রে জানা যায়, ‘সরকারী আদেশ অমান্য করে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন শ্রমিকের কারাদণ্ড প্রদান করা হয় ও তাদের কারাগারে প্রেরণ করা হয়’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) জনাব মাসুদুর রহমান ভবিষ্যতেও পাহাড় কাটার বিরুদ্ধে এরুপ অভিযান অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।

বাঙালীয়ানা/এইচকে/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.