ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফির সূচনা পর্ব থেকে আজ ডিজিটাল যুগ পর্যন্ত প্রতি সেকেন্ডে লাখো মানুষ কোটি কোটি ছবি তুলে। সূচনা লগ্ন থেকে যেসকল আলোকচিত্র ইতিহাসে প্রথম হয়ে রয়েছে সেগুলোর একটি কালেকটিভ ফটো ফিচার থাকছে আজ ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে।
১. প্রথম আলোকচিত্র
জোসেফ নিসেফোর নিপেক প্রথম ছবিটি তিনি তোলেন ১৮২৭ সালে। তাকেই বলা হয় ফটোগ্রাফির জনক। তিনি ছিলেন ফ্রান্সের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।
২.প্রথম মানুষের আলোকচিত্র
‘লুই দাগ্যায়ার’ নামের একজন ফরাসি উদ্ভাবক ১৮৩৮ সালে প্যারিসের একটি রাস্তার এই ছবিটি তোলেন, যাতে প্রথমবারের মত একজন সত্যিকারের মানুষ দৃশ্যমান।
৩.প্রথম সেলফ পোট্রেট (সেলফি)
প্রথম সেলফ পোট্রেট তুলেন মার্কিন ফটোগ্রাফার রবার্ট কর্নেলিয়াস। ১৮৩৯ সালের অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় নিজের বাড়ির আঙ্গিনায় তিনি এই সেলফিটি তোলেন।এই ছবিটিও ড্যাগারোটাইপ পদ্ধতিতে তোলা।
৪.প্রথম চাঁদের আলোকচিত্র
ব্রিটিশ বিজ্ঞানী এবং ইতিহাসবিদ জন উইলিয়াম ডার্পার ১৮৪০ সালে সর্বপ্রথম চাঁদের ছবি ধারণ করেন।
৫.প্রথম রঙিন আলোকচিত্র
বিশ্বখ্যাত স্কটিশ বিজ্ঞানী ‘জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল’ ১৮৫৫ সালে সর্বপ্রথম তিন রঙা ফিল্টার ব্যবহার করে ত্রিবর্ণ পদ্ধতিতে (three color process) রঙিন ছবি তোলার ধারণা প্রদান করেন। এর উপর ভিত্তি করে তাঁর তত্ত্বাবধানে ১৮৬১ সালে ‘টমাস সাটন’ বিশ্বের প্রথম রঙিন ফটোগ্রাফটি তোলেন। এটি ছিল একটি রঙিন চেকযুক্ত ফিতার ছবি।
৬.প্রথম লাইটিং
ফটোগ্রাফি লাইটিংয়ের দিকদর্শক উইলিয়াম জেনিংস ২ সেপ্টেম্বর ১৮৮২ সালে আকাশে বিদ্যুৎ চমকানো এই ছবিটি তুলেন।
৭.প্রথম এরিয়াল
১৮৬০ সালে বিশ্বের প্রথম আকাশ থেকে তোলা ছবিটি ধারণ করা হয়েছিল বেলুনে চড়ে। প্রায় ২,০০০ ফুট উচ্চতা থেকে তোলা এই ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের। জেমস ওয়ালেস ব্ল্যাক ছবিটির শিরোনাম দেন ‘বোস্টন, যেভাবে ঈগল এবং বুনো হাঁস একে দেখে‘।