প্রস্তুতি : অষ্টাদশ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী (ফটো ফিচার)

Comments

আগামী ১ সেপ্টেম্বর, ২০১৮ থেকে ঢাকায় শুরু হবে মাসব্যাপী অষ্টাদশ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। চলছে প্রস্তুতি :

 

এশীয় চারুকলা প্রদর্শনী

এশীয় চারুকলা প্রদর্শনী

৩০ আগস্ট, ২০১৮ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অষ্টাদশ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর জাতীয় কমিটির সভাপতি- সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

এশীয় চারুকলা প্রদর্শনী

এশীয় চারুকলা প্রদর্শনী

সংবাদ সম্মেলনে বিশ্বশিল্পের বৃহত্তর এই আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এশীয় চারুকলা প্রদর্শনী

এশীয় চারুকলা প্রদর্শনী

বাংলাদেশসহ ৬৮ দেশের ৪৬৫জন শিল্পীর ৫৮৩টি শিল্পকর্ম নিয়ে অংশ নিচ্ছেন এবারের আসরে।

এশীয় চারুকলা প্রদর্শনী

৩৭ বছর আগে মাত্র ১৪টি দেশের শিল্পকর্ম নিয়ে ‘‘এশীয় চারুকলা প্রদর্শনী’’ শুরু হয়েছিল, গতবার ৫৫টি এবং এবার ৬৮টি দেশের শিল্পীদের বহুমাত্রিক চিত্রকর্ম নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

এশীয় চারুকলা প্রদর্শনী

১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৮’-এর শুভ-উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এশীয় চারুকলা প্রদর্শনী

এশীয় চারুকলা প্রদর্শনী

আসরে প্রদর্শনী ছাড়াও থাকবে কয়েকটি সেমিনার, আলোচনা, আর্টক্যাম্প এবং প্রামাণ্য চিত্র প্রদর্শনী। রাখা হয়েছে ভিআইপি লাউঞ্জ, ফুড কোর্ট, শিশুকর্ণার এবং প্রেস।

এশীয় চারুকলা প্রদর্শনী

এশীয় চারুকলা প্রদর্শনী

এশীয় চারুকলা প্রদর্শনী

এশীয় চারুকলা প্রদর্শনী

গত আটত্রিশ বছর ধরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতি দুই বছর পর পর প্রদর্শনীর আয়োজন করে আসছে।

এশীয় চারুকলা প্রদর্শনী

এশীয় চারুকলা প্রদর্শনী

এশীয় চারুকলা প্রদর্শনী

এশীয় চারুকলা প্রদর্শনী

এশীয় চারুকলা প্রদর্শনী

বাংলাদেশসহ ৬৮ দেশের ৪৬৫জন শিল্পীর ৫৮৩টি শিল্পকর্ম প্রদর্শিত হবে এবারের আসরে। প্রদর্শনী চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

ছবি : মহিউদ্দিন অনিক

অন্যান্য ফটো ফিচার :  সড়ক দ্বীপে খুঁজে ফেরা (ফটোফিচার)

বাঙালীয়ানা/এমএ/এআর

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.