বাংলাদেশকে ১৯৬ রানের টার্গেট দিয়েছে উইন্ডিজ

Comments

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ অধিনায়ক রোভমান পাওয়েল। ব্যাট হাতে নেমে সিদ্ধান্তের যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়েছে উইন্ডিজ বাহিনী। পুরো ইনিংসেই নিয়ন্ত্রিত ব্যাটিং করেছে বাংলাদেশ।

বল হাতে নেমে শুভ সূচনা করেছেন সাকিব আল হাসান। উইন্ডিজের দুই ওপেনার পাওয়েল ও হোপ কিছুটা ধীরে সুস্থেই ইনিংস শুরু করেন। কিন্তু দলীয় ২৯ রানের মাথায় পাওয়েলকে পরাস্থ করেন সাকিব। রুবেলের হাতে ন্যাচ দিয়ে ফেরার আগে তিনি করেন ১০ রান।

ধীরলয়ে ব্যাটিং করতে থাকা উইন্ডিজের দ্বিতীয় পড়ে মাশরাফির আঘাতে। ইনজুরি থেকে মাঠে ফিরেই মাশরাফির বলে উড়িয়ে মারা ব্রাভোকে অসাধারণ এক ক্যাচে প্যাভিলিয়নে ফেরান তামিম। যেনো জানিয়ে দিলেন, “আমি ফিট আছি”। আর গ্যালারী জুড়ে ‘তামিম-তামিম’ রব পড়তেও বাকি থাকলো না।

এরপর, নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে উইন্ডিজ। অভিজ্ঞ সামুয়েলসকে ২৫ রানে ফেরান রুবেল। আর টেস্ট সিরিজের মত ওয়ানডেতেও মিরাজের বলে আউট হয়ে ধারাবাহিকতা ধরে রেখেছেন হেটমায়ার। বাংলাদেশের হয়ে সকল বোলারই উইকেট পেয়েছেন। অধিনায়ক মাশরাফি পেয়েছেন ৩ উইকেট, মুস্তাফিজও পেয়েছেন ৩ উইকেট। মিরাজ, সাকিব ও রুবেল পেয়েছেন ১টি করে উইকেট।

শেষের দিকে রোস্টন চেজের ৩২ ও কিমো পলের ২৮ বলে ৩৬ রান উইন্ডিজকে ১৯৫ রানের পুঁজি এনে দেয়।

শেষ খবর, উইন্ডিজের সংগ্রহ ৯ উইকেটের বিনিময়ে ১৯৫ রান। ৫০তম ওভারের খেলা শেষ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা( অধিনায়ক) , মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

উইন্ডিজ একাদশ ; কাইরন পাওয়েল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেট্মায়ার, রোস্টন চেজ, রোভমান পাওয়েল( অধিনায়ক), কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওশান থমাস।

 

 

বাঙালীয়ানা/এইচকে/জেএইচ

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.