সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর লোকমান জানান, “ব্যক্তি বঙ্গবন্ধু, তার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ১৫ আগস্টের নারকীয় হত্যাযজ্ঞ ও সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা যা আমাদের পীড়া ও নাড়া দেয়- এমনই কিছু বিষয়ের ওপর মূকাভিনয় উপস্থাপন করবেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের অভিনেতারা।”
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সভাপতি ফরিদ উদ্দিন বলেন, “আমাদের চেতনা ও মননের প্রতিচ্ছবি এই প্রযোজনা।”
সাধারণ সম্পাদক এমরান হোসেন বলেন, “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তাকে নিয়ে প্রদর্শনী করা আমাদের জন্য গৌরবের ও আনন্দের।”
২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয় ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। এরই মধ্যে দেশে-বিদেশে ৪৫০ টিরও বেশি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে সংগঠনটি।