বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে জনপ্রিয় ভারতীয় বাংলা চ্যানেল জি বাংলা’র সম্প্রচার। একইসাথে জি নেটয়ার্কের জি সিনেমা, জি বাংলা সিনেমা ও জি টিভিসহ এই গ্রুপের অন্যান্য চ্যানেলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে। আজ দুপুর থেকে চ্যানেলগুলো বাংলাদেশের কোনো ক্যাবল সংযোগের টিভিতে দেখা যাচ্ছে না।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রাজ্জাক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। জানা গেছে, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
সোমবার বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন নির্দেশনা পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জনপ্রিয় হওয়া বিদেশী বাংলা চ্যানেলগুলোর মধ্যে ‘জি বাংলা’ ছিলো অন্যতম।
বাঙালীয়ানা/এসএস