বশেমুরবিপ্রবি-র পরিস্থিতি নিয়ে তদন্তে যাচ্ছে ইউজিসিও

Comments
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং এব্যাপারে তদন্তে উদ্যোগী হচ্ছে বলে জানান কমিশন চেয়ারম্যান।

রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ বাঙালীয়ানা প্রতিবেদককে বলেন, আগে থেকেই গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে। এখন আমরা মনে করছি বর্তমান উদ্ভুত পরিস্থিতিও ঐ তদন্তের আওতায় আনার। ১/২ দিনের মধ্যেই এ বিষয়ে তদন্ত শুরু হবে।

এদিকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে শিক্ষা মন্ত্রণালয়। তথ্য সন্ধানে একটি কমিটি গঠন করবার পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা সত্যানুসন্ধানে তথ্য সংগ্রহ করছি। এখনও পূর্ণাঙ্গ তথ্য হাতে এসে পৌঁছায়নি’।

মন্তব্য করুন (Comments)

comments

Share.