৭ জুন ২০১৯-এ যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার রেপিড সিটির বাংলাদেশী প্রবাসী ইয়ামীন হক ও ইয়াসমীন হকের কন্যা ইয়াশরিকা জোহরা হক মার্কিন নারী এলিকা রুথ কুকলিকে বিয়ে করেছেন। ইয়াশরিকাই সম্ভবত: প্রথম বাংলাদেশী নারী যিনি উত্তর আমেরিকায় মার্কিন নারীকে বিয়ে করে তার স্ত্রী হয়েছেন এবং পেতেছেন ভালোবাসার সংসার। “They Bonded Over Caramel Apple Pie” শিরোনামে খবরটি দিয়েছে নিউইয়র্ক টাইমস।

ইয়াশরিকা জোহরা হক ও এলিকা রুথ কুকলি।
২০১৫ সালে একটি এলজিবিটি মার্চে মার্কিনী এলিকা রুথ কুকলির সঙ্গে প্রথমবারের মত দেখা হয় ইয়াশরিকা জোহরা হকের। সেখান থেকেই ধীরে ধীরে পরিণয়। যা পুর্নাংগ রূপ পায় বিবাহবন্ধনে।
বিয়ের অনুষ্ঠান নিউইয়র্কের ব্রুকলিনে হলেও বিয়ের সমস্ত আয়োজনেই ছিলো বাঙালীয়ানার ছোঁয়া। ঐতিহ্য অনুযায়ী ইয়াশরিকা জোহরা হকের পরনে ছিল লাল বেনারসি, গলায় মুক্তার মালা, কপালে টিকলী। দু’হাতের কনুই থেকে হাতের তালু পর্যন্ত মেহেদির কারুকার্য। আর এলিকা রুথের পরনে ছিল হাল্কা ঘিয়ে রঙের শেরওয়ানী ও লাল পাজামা।

বিয়ের সাজে ইয়াশরিকা জোহরা হক ও এলিকা রুথ কুকলি।
নিজেদের প্রেমের কথা বলতে গিয়ে ইয়াশরিকা বলেন, ‘কুকলিকে প্রথম দেখার পর আমার যে কেমন লেগেছিল তা বলতে পারব না। তখন সে একা ছিল। আমিও তার প্রতি আগ্রহী হয়ে উঠেছিলাম। পরেরবার দেখা হবার পর আমাদের কথা হয়’।

বিয়ের বাঙালীয়ানা সাজে।
কুকলি বলেন, কয়েকমাস পর আমাদের আবার দেখা হয় এক বন্ধুর পার্টিতে। আমি ততদিনে বুঝতে পেরেছিলাম যে আমাকে ইয়াশরিকা পছন্দ করে। সেদিন আমরা সারারাত একসঙ্গে গল্প করেছিলাম। কুকলি আরো বলেন, সে খুবই মুক্তমনা ও সহানুভূতিশীল একটি মেয়ে। যা-ই হোক না কেন সে আমার পাশেই থাকবে’।
ইয়াশরিকা বলেন, ‘তখনও অবিবাহিত থাকার বিষয়টি ধরে রাখার চেষ্টা করছিলাম, কারণ আমি মনে করতাম না যে কারও সাথে থাকা আমার পক্ষে সম্ভব। বিয়ের পর এখন আমার মনে হয় যে এতদিনে দুটো চুম্বক জোড়া লাগল। আমি খুবই খুশি’।
ইয়াশরিকা জাহরা হক (৩৪) ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন। তিনি বর্তমানে একটি ল’ ফার্মে এসোসিয়েট হিসেবে দায়িত্ব পালন করছেন। এলিকা রুথ কুকলি (৩১) সান এন্টোনিওর টেক্সাস ইউনিভার্সিটি থেকে অডিওলজি বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি নিউইয়র্কের একটি অডিওলোজি সেবা প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
ফটো সৌজন্য: এরিকা কামিলা
বাঙালীয়ানা/এসএল