শরীয়তপুর জেলার আদি বাসিন্দা ৩ সন্তানের জননী নাজমা খানম এক সন্তানসহ নিউ ইয়র্কে থাকতেন। অপর দুই ছেলে-মেয়ে থাকে বাংলাদেশে। ১০ বছর আগে ডিভি লটারিতে যুক্তরাষ্ট্রের পাড়ি জমিয়েছিলেন শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমা। তার স্বামীও শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক ছিলেন।