শনিবার, ৪ এপ্রিল, ২০১৯, সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকায় রাজবাড়ী-ফরিদপুর সড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, নিহতদের মধ্যে একজন হল সাতক্ষীরার পাটকেলঘাটার আব্দুল মাজেদের মেয়ে আসমা খাতুন ডলি। অন্য তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি স্বপন বলেন, ট্রাকটি সামনে থেকে এসে গ্রিন বাংলা পরিবহনের একটি বাসের পাশে ধাক্কা দেয়। এতে জানালার পাশের চারজন ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া আরও ১৫ জন আহত হলে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্য থেকে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান ওসি স্বপন।
ঘটনার পর রাজবাড়ী-১ (সদর) আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক মো. শওকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।