বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি—ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি—এনডিপি। মঙ্গলবার বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন দল দুটির চেয়ারম্যান। ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিএনপির বিরুদ্ধে জোটের অন্য শরিক দলগুলোকে অন্ধকারে রাখার অভিযোগ এনে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যায় ন্যাপ ও এনডিপি।