‘এ’ ক্যাটেগরির তালিকায় ৭ ক্রিকেটার রয়েছেন। প্রথম ডাক পেলে তাই এই সাত জনের কাউকেই নিতে চাইবে যে কোন দল। প্লেয়ার্স ড্রাফটের লটারিতে প্রথম ডাক পাওয়ার বড় সৌভাগ্যের সুযোগ পেয়ে চমকে দিল খুলনা টাইটানস। ‘এ’ ক্যাটেগরির কাউকে নয়, তারা ডাকল ‘বি’ ক্যাটেগরিতে থাকা জহুরুল ইসলামকে। চমকের শেষ নয় সেখানেই। দ্বিতীয় ডাকে তারা নিয়েছে ‘ই’ ক্যাটেগরিতে থাকা অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।
চমক ছিল সিলেট সিক্সার্সের প্রথম ডাকেও। তারা ‘এ’ ক্যাটেগরির কাউকে না ডেকে নিয়েছে ‘বি’ ক্যাটেগরিতে থাকা উদীয়মান অলরাউন্ডার আফিফ হোসেনকে। তবে অন্য দলগুলি হেঁটেছে নিরাপদ পথেই। প্রথম রাউন্ডে রাজশাহী কিংস নিজেদের প্রথম ডাকে নিয়েছে সৌম্য সরকারকে। মোসাদ্দেক হোসেনকে নিয়েছে চিটাগং ভাইকিংস। পেসার রুবেল হোসেনের ঠিকানা ঢাকা ডায়নামাইটস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম পছন্দ বাঁহাতি পেসার আবু হায়দার। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স প্রথম সুযোগে নিয়েছে পেসার শফিউল ইসলামকে।গত মৌসুমে শিরোপা জয়ে বড় অবদান রাখা অফ স্পিনিং অলরাউন্ডার সোহাগ গাজীকে দ্বিতীয় ডাকে ধরে রেখেছে রংপুর। ঘরোয়া ক্রিকেটে দারুণ কার্যকর অভিজ্ঞ অলরাউন্ডার ফরহাদ রেজাও খেলবেন রংপুরে।
শরিফুলের পাশাপাশি দল পেয়েছেন ‘ই’ ক্যাটেগরির আরও একজন ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তৌহিদ হৃদয়কে নিয়েছে সিলেট সিক্সার্স। দুই পেসার তাসকিন আহমেদ ও আল আমিন হোসেনও খেলবেন সিলেটে।
‘এ’ প্লাস ক্যাটেগরি ও আগের বছরের দল থেকে চারজন ক্রিকেটার এবার ধরে রাখার সুযোগ পেয়েছে দলগুলি। পাশাপাশি ছিল বিপিএলের গত মৌসুম খেলেননি, এমন দুইজন ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তির সুযোগ। দলগুলি তাই আগেই নিশ্চিত করে ফেলেছে ৬ জন করে ক্রিকেটার।
সরাসরি চুক্তির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি নাম এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড ওয়ার্নার। বিশ্ব ক্রিকেটের বড় এই দুই তারকা প্রথমবার খেলবেন বিপিএলে। ডি ভিলিয়ার্স খেলবেন রংপুর রাইডার্সে, সিলেটে ওয়ার্নার।এছাড়া রংপুর নিয়েছে অ্যালেক্স হেলসকে। ২০১৬ মৌসুমে খেলা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে আবার নিয়েছে ঢাকা।
ড্রাফট থেকে রবি বোপারা ও রাইলি রুশোকে নিয়েছে রংপুর; ইয়ান বেলকে নিয়েছে ঢাকা। খুলনা নিয়েছে লাসিথ মালিঙ্গাকে। কুমিল্লায় খেলবেন এভিন লুইস ও থিসারা পেরেরা।
স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছর নিষিদ্ধ থাকা মোহাম্মদ আশরাফুল ফিরছেন এই বিপিএল দিয়ে। তাকে দলে নিয়েছে চিটাগং ভাইকিংস।
কোন দলের হয়ে কারা খেলবেন :
রংপুর রাইডার্স:
ধরে রেখেছে: মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, ক্রিস গেইল।
সরাসরি চুক্তিবদ্ধ: এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস।
ড্রাফট থেকে নেওয়া: শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, রবি বোপারা, রাইলি রুশো, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরি, আবুল হাসান, ফারদিন হোসেন, বেনি হাওয়েল, ওশান থমাস।
ঢাকা ডায়নামাইটস:
ধরে রেখেছে: সাকিব আল হাসান, সুনিল নারাইন, রাভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড
সরাসরি চুক্তিবদ্ধ: আন্দ্রে রাসেল, হজরতউলল্লাহ জাজাই
ড্রাফট থেকে নেওয়া: রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী, অ্যান্ড্রু বার্চ, ইয়ান বেল, কাজি অনিক ইসলাম, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন, নাঈম শেখ।
সিলেট সিক্সার্স:
ধরে রেখেছে: নাসির হোসেন, সাব্বির রহমান, সোহেল তানভীর।
সরাসরি চুক্তিবদ্ধ: ডেভিড ওয়ার্নার, সন্দিপ লামিচানে।
‘এ’ প্লাস বা আইকন: লিটন কুমার দাস।
ড্রাফট থেকে নেওয়া: আফিফ হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকের আলি, গুলবদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, মেহেদি হাসান রানা, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।
খুলনা টাইটানস:
ধরে রেখেছে: মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট।
সরাসরি চুক্তিবদ্ধ: ডেভিড মালান, আলি খান।
ড্রাফট থেকে নেওয়া: জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, আল আমিন, জহির খান, শেরফেইন রাদারফোর্ড, শুভাশিস রায় চৌধুরী, জুনায়েদ সিদ্দিক, তানভির ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেইলর।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
ধরে রেখেছে: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফ উদ্দিন, শোয়েব মালিক।
সরাসরি চুক্তিবদ্ধ: আসেলা গুনারত্নে, লিয়াম ডসন।
ড্রাফট থেকে নেওয়া: আবু হায়দার, এনামুল হক, মেহেদি হাসান, জিয়াউর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহিদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমাখেইল, আমির ইয়ামিন।
রাজশাহী কিংস:
ধরে রেখেছে: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান।
সরাসরি চুক্তিবদ্ধ: কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জঙ্কার।
ড্রাফট থেকে নেওয়া: সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, ইসুরু উদানা, লরি ইভান্স, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট, সিকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি।
চিটাগং ভাইকিংস:
ধরে রেখেছে: সানজামুল ইসলাম, সিকান্দার রাজা, লুক রনকি।
সরাসরি চুক্তিবদ্ধ: মোহাম্মদ শাহজাদ, রবি ফ্রাইলিঙ্ক।
‘এ’ প্লাস বা আইকন: মুশফিকুর রহিম।
ড্রাফট থেকে নেওয়া: মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, ক্যামেরন দেলপোর্ত, দাসুন শানাকা, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলি চৌধুরী, নিহাদউজজামান, নাজিবুল্লাহ জাদরান, সাদমান ইসলাম।
বাঙালীয়ানা/এইচকে/জেএইচ