বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ ৮৮তম

Comments

ক্ষুধার সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৮তম। যা পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের চেয়ে ভাল হলেও নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কার চেয়ে পেছনে।

প্রসঙ্গত, অপুষ্টির হার, ৫ বছরের কম বয়সীদের মধ্যে কম ওজনের শিশুর হার, ৫ বছরের কম বয়সীদের মধ্যে কম উচ্চতার শিশুর হার, ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার- এই চারটি মাপকাঠিতে প্রতিটি দেশের স্কোর হিসাব করে  ১০০ পয়েন্টের ভিত্তিতে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) তৈরি করেছে। এই সূচক অনুসারে সবচেয়ে ভালো স্কোর হল শূন্য। স্কোর বাড়লে সে দেশের ক্ষুধা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আর স্কোর কমলে সেই দেশের খাদ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নতি হচ্ছে ধারণা পাওয়া যায়।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.