তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নূন্যতম মজুরী বাড়িয়ে ৮০০০ টাকা (৯৫ ডলার) নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী মুজিবুল হক সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই নতুন বেতন কাঠামো ঘোষণা করেন।

এই খাতের শ্রমিকদের জন্য পূর্ব নির্ধারিত নূন্যতম মজুরী ছিলো ৫৩০০ টাকা। নতুন ঘোষিত মজুরী পরিমাণ ৮০০০ টাকা। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে নির্ধারিত মজুরী ছিলো ৫৩০০ টাকা। নতুন ঘোষণায় তা ৫১ শতাংশ বাড়ানো হয়েছে।

শ্রমিক সংগঠনগুলো দীর্ঘদিন থেকেই নূন্যতম মজুরী ১৬০০০ টাকা করার দাবিতে আন্দোলন করে আসছিলো। অন্যদিকে, মালিকদের প্রস্তাব ছিলো ৬৩৬০ টাকা।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন নির্ধারিত নূন্যতম মজুরী ৮০০০ টাকা। এর ভিতর মূল বেতন ৪১০০ টাকা এবং ভাড়া ও অন্যান্য খরচ বাবদ ৩৯০০ টাকা ধার্য করা হয়েছে।

এই নতুন বেতন কাঠামো চলতি বছরের ডিসেম্বর থেকে কার্যকর হবে বলেও সাংবাদিকদের জানান তিনি।

বাঙ্গালীয়ানা/এএ/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.