২০১৭-১৮ অর্থবছরের চূড়ান্ত হিসেবে দেশের জিডিপি প্রবৃদ্ধি অনুমিত হিসেবের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তবে গড় মাথাপিছু আয় কিছুটা কমেছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী। পরিকল্পনামন্ত্রী বলেন, “এবছর আমাদের বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় আসেনি। কৃষিতে অভাবনীয় সফলতার কারণে আমাদের এ প্রবৃদ্ধি হয়েছে। শিল্প ও বিদ্যুৎ খাত ভালভাবে এগিয়েছে, তাই সেখানেও আমাদের অবস্থান ভালো। তবে সেবা খাতে আগের মতোই অবস্থা। ”
তিনি জানান, ২০১৭-১৮ অর্থবছরে অনুমিত জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিলো ৭.৬৫ শতাংশ। কিন্তু এই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি রেকর্ড হয়েছে ৭.৮৬ শতাংশ। আর চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১৭৫১ ডলার, যা ১৭৫২ ডলার হতে পারে বলে ধারণা করা হয়েছিল প্রাথমিক হিসাবে। এর আগে ২০১৬-১৭ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২৮ শতাংশ এবং মাথাপিছু আয় ছিল ১৬১০ ডলার।
বাঙালীয়ানা/জেএইচ