“ভাষা-আন্দোলন আমাদের সামূহিক কবিচৈতন্যে নিয়ে আসে নতুন মাত্রা; ভাষা-আন্দোলন হয়ে ওঠে বাংলাদেশের কবিদের অবিনাশী শিল্প-আয়োজন। যখনি শৃঙ্খলমুক্তির প্রয়োজন আসে, যখনি প্রয়োজন শোষণের বিরুদ্ধে প্রতিবাদ-উচ্চারণ, কিংবা জনস্রোতের জোয়ার-আগমন – ভাষা-আন্দোলন আর তার শহীদেরা তখনি দ্রোহের ভূমিকায় হয় অবতীর্ণ। ওই অবিনাশী শক্তির উৎস তাই বায়ান্ন-উত্তর বাংলাদেশের কবিতার এক প্রধান অনুষঙ্গ।” – বিশ্বজিৎ ঘোষ
বাংলা সাহিত্যের অন্যান্য শাখা অপেক্ষা কবিতাতেই ভাষা আন্দোলনের প্রতিফলন ঘটেছে সবচেয়ে বেশি। ভাষা-আন্দোলনকে কেন্দ্র করে রচিত কবিতার সংখ্যা অসংখ্য। তবে ঐতিহাসিক গুরুত্বের কথা বিবেচনা করে প্রথমেই উল্লেখ্য হাসান হাফিজুর রহমান-সম্পাদিত ও মোহাম্মদ সুলতান প্রকাশিত “একুশে ফেব্রুয়ারী” গ্রন্থে সংকলিত কবিতাগুচ্ছ। ওই সংকলনে প্রকাশিত এগারোটি কবিতার কবিরা ছিলেন শামসুর রাহমান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, আবদুল গনি হাজারী, ফজলে লোহানী, আলাউদ্দিন আল আজাদ, আনিস চৌধুরী, আবু জাফর ওবায়দুল্লাহ, জামালুদ্দিন, আতাউর রহমান, সৈয়দ শামসুল হক এবং হাসান হাফিজুর রহমান। এসব কবির লেখনীতে উদ্ভাসিত একুশে ফেব্রুয়ারীর কালজয়ী তাৎপর্য, জাগরণ আর অত্যাচারীর বিরুদ্ধে সঙ্ঘশক্তির প্রতিবাদের উত্তাপ।
সেই বিখ্যাত কবিতাগুলোর অন্যতম যে কবিতায় ২১ ফেব্রুয়ারীর গুলি বর্ষণের দিবাগত রাতের চিত্র ফূটে উঠেছিল তা লিখেছিলেন তৎকালীন সাংবাদিক পরবর্তীকালে স্বনামখ্যাত সাংবাদিক-সম্পাদক, লেখক ও টিভি উপস্থাপক ফজলে লোহানী। পরবর্তীকালে এই কবিতাটিতে সুরারোপ করেন খান আতাউর রহমান। এই গান স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল দিনগুলোতে দেশের গ্রামে গঞ্জে গীত হ’য়ে উজ্জ্বীবিত করেছে সাধারণ মানুষকে।
একুশের কবিতা
শীতল পৃথিবী, অবশ নগর,
অসার আকাশ, বাতাস নিথর,ফুটপাতে শুধু ছড়িয়ে আছে জীবনের সব রেণুকণা যত।
রোদগুলো সব ছড়িয়ে পড়েছে, বিছিয়ে রয়েছে ঘাসের মতন,
পলাশফুলের ডগায় ডগায়, ল্যাম্পপোস্টের উঁচু কোণটায়।
একুশে বিকেল।মৃত্যু হয়েছে আজকে ওদের।
বোবা পাখাগুলো ডানা ঝাপটায়।
একুশে রাতের আঁধার নামে সব শহরের গলিঘুঁজিতে,
গাঁয়ের বাঁকা পথগুলোতে,
রেল কলোনীতে, কেরাণীর ঘরে, কিষাণের ঘরে।ঘরে নয় শুধু। সবার বুকে
আঁধার নেমেছে।
আজকে তাদের মৃত্যু হয়েছে তাই শুনে
সব স্তব্ধ পাষাণ।
বাঙালীয়ানা/এসএল
আরও পড়ুন:
ভাষা আন্দোলন ও পাকিস্তানের ‘ধর্ম’ তাস । সাগর লোহানী
শহীদ মিনার আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর গল্প । জন মার্টিন
বাংলা ভাষা আন্দোলনে ভদ্রলোকদের দ্বিচারিতা এবং কিছু মতামত । রাহমান চৌধুরী
বাংলা ভাষায় উচ্চশিক্ষা প্রদান এবং রবীন্দ্রনাথ । রাহমান চৌধুরী
ব্রিটিশদের আগমনের পূর্বে বাংলা ভাষায় শিক্ষা । রহমান চৌধুরী