ভিসি নাসিরের পদত্যাগ দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা

Comments

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহরে বসবাসরত শিক্ষার্থীদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

শহরে বসবাসরত শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাবার পথে বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। শহরের নবীনবাগ ও সোনাপুরে বসবাসরত শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে তাদের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে ফলে তারা পায়ে হেঁটে ক্যাম্পাসে পৌঁছেছেন। পথে স্থানীয় মাস্তানরা ক্যাম্পাসে যাবার পথে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এবং এলাকার পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়া ক্ষোভ বহিষ্কারাদেশ তুলে নিয়ে এবং কয়েকটি দাবি মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে অন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা।

Gopalgonj_Closed down

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.