চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। বুধবার, ১১ মার্চ ২০২০ সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৬৮ বছরের এই অভিনেতা।
লড়াই করছিলেন ক্যান্সারের সাথে। সঙ্গে দীর্ঘদিন ধরেই ব্লাডসুগার এবং হাইপারটেনশন ছিল। বেশ কিছুদিন ধরেই অসুস্থতার মাত্রা বৃদ্ধি পেয়েছিল। কিছুদিন আগেও ঢাকুরিয়ায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তীব্র শ্বাসকষ্টের সঙ্গে ড্রাউজিনেস ছিল তার। তখন রক্তে হিমোগ্লোবিন ও পটাশিয়ামের মাত্রা অনেকটা কমে গেছিল।
১৯৫১ সালের ১৭ জানুয়ারী জন্মগ্রহণ করেছিলেন সন্তু মুখোপাধ্যায়। বড় পর্দায় তিনি দাপটের সাথে অভিনয় করেছেন। তপন সিংহ, তরুণ মজুমদার, হরনাথ চক্রবর্তী প্রমুখ পরিচালকের ছবিতে অভিনয় করেছেন। ‘রাজা’, ‘হারমোনিয়াম’, ‘সংসার সীমান্তে’, ‘দেবদাস’, ‘কলঙ্কিনী কঙ্কাবতী’, ‘খেলাঘর’, ‘ভালোবাসা ভালোবাসা’ ,‘গণদেবতা’-সহ অজস্র ছবিতে তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শককুল। প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে বাঙালির মন জয় করেছেন তিনি। বাংলা টেলিভিশনেও নিয়মিত অভিনয় করতেন সন্তু৷ ‘জননী’, ‘কুসুমদোলা’-সহ অনেকগুলো টিভি সিরিয়ালেও তিনি মনে দাগকাটা অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি চমৎকার গানও গাইতেন সন্তু।
তার দুই কন্যা, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও অজপা মুখোপাধ্যায়। তার মৃত্যুতে টালিগঞ্জের শিল্পীমহলে শোকের ছায়া নেমে এসেছে।
ফিচার ফটো: এবিপি আনন্দ
বাঙালীয়ানা/এসএল