জনপ্রিয় কমিক নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল কমিকসের অন্যতম প্রতিষ্ঠাতা স্ট্যান লি ৯৫ বছর বয়সে মারা গিয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম টিএমজি খবরটি নিশ্চিত করেছে।
এভেঞ্জার ও মার্ভেল কমিকসের অনেক জনপ্রিয় চরিত্র যেমন, স্পাইডার ম্যান, হাল্ক, ব্লাক প্যান্থার, ডক্টর স্ট্রেঞ্জসহ বহু জনপ্রিয় সুপারহিরো চরিত্রের স্রষ্টা হলেন শট্যান লি। এভেঞ্জার সিরিজের মুভি গুলোতে তার কমেডীয় উপস্থিতিও দর্শকদের জন্য ছিল চমকপ্রদ।
১২ নভেম্বর, ২০১৮ তারিখে ক্যালিফোর্নিয়ার হলিউড হিলসের নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে লস এঞ্জেলস এর চেদারস-সিনাই মেডিকেল সেন্টারে নেওয়ার পর হাসপাতালেই তিনি মৃত্যুবরণ করেন বলে জানা যায়।
তিনি গত কয়েকবছর ধরেই নানা শারিরীক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা যায়।
জ্যাক কারভি কে নিয়ে ১৯৬১ সালে স্ট্যান লি মার্ভেল এর যাত্রা শুরু করেন।
বাঙালীয়ানা/এইচকে/জেএইচ