মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীদের প্রতি বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে অবস্থান না করতে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশীদের পরামর্শ দেয়া হয়েছে।
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। মালদ্বীপের আইনে প্রবাসীদের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ নিষিদ্ধ। তারপরও প্রবাসী বাংলাদেশিরা সম্প্রতি দেশটির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। তাই সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে মালদ্বীপের বর্তমান অবস্থা বিবেচনায় এনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মালদ্বীপের প্রবাসী বাংলাদেশী নাগরিকদের কিছু পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি
প্রবাসী বাংলাদেশীদের কোনও রাজনৈতিক মিটিং, মিছিল ও সমাবেশে অংশ নেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া দেওয়াল লিখন, নির্বাচনী ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড তৈরি, গ্রহণ বা বিতরণ না করতে বলা হয়েছে দূতাবাসের ঐ বিজ্ঞপ্তিতে। একইসঙ্গে পরিস্থিতি বিবেচনায় নিজ নিজ কর্মক্ষেত্র ছাড়া বাইরে ঘোরাফেরা করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। অবসর সময়ে প্রয়োজন ছাড়া বাইরে অবস্থান না করা এবং তিনজনের বেশি একসঙ্গে না হওয়া বা অবাঞ্ছিত সমাবেশ পরিহার করতেও বলা হয়েছে।
যেকোনো পরিস্থিতিতে নিজেদের জানমালের নিরাপত্তার প্রশ্নে সাহায্য-সহযোগিতা বা পরামর্শের জন্য +৯৬০৩৩২০৮৫৯ হটলাইন নম্বরে যোগাযোগের করতে বলেছে দূতাবাস।
বাঙালীয়ানা/এজে