মাশরাফিকে প্রধানমন্ত্রীর ফোন

Comments

ইউনিমনি এশিয়া কাপ ২০১৮ এর অলিখিত সেমিফাইনালে পাকিস্তানকে হারানোয় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফিকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৫ সেপ্টেম্বর, ২০১৮ তে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ইউনিমনি এশিয়া কাপ ২০১৮ এর সুপার ফোর পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩৭ রানে বাংলাদেশ হারায় পাকিস্তানকে। বরাবরের মতোই ভীষণ ক্রিকেটপ্রিয় বাংলাদেশের প্রধানমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভীষণ ব্যস্ততার মাঝেও শুভেচ্ছে জানাতে ভুলে যাননি। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে  টেলিফোন করে শুভ কামনা জানান প্রধানমন্ত্রী।

এদিকে ম্যাচ শেষে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রীর কাছে প্রতিক্রিয়া জানতে চান সেখান উপস্থিত বাংলাদেশী সাংবাদকর্মীরা। প্রধানমন্ত্রী সাংবাদিকদের  প্রশ্নের জবাবে বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফাইনালের জন্য শুভ কামনা জানান।

তিনি বলেন, “আমি আমার ক্রিকেট টিমকে আন্তরিক অভিনন্দন জানাই। দোয়া করি, তারা যে জয়ের ধারার সূচনা করেছে, সেটা যেন অব্যাহত থাকে।”

আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “ইনশাল্লাহ, আমরা আরও জিতব, জয় আমাদের।”

বাঙ্গালীয়ানা/এইচকে

 

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.