মা ইলিশ ধরায় আটক ১৭৬৩ জেলে

Comments
বিভিন্ন নদীতে মা ইলিশ সংরক্ষণে সরকারী বিভিন্ন কার্যক্রম চোখে পড়ছে গত কয়েক বছর ধরে। ধারাবাহিকভাবে এর প্রভাব পড়ছে ইলিশের প্রজনন মৌসুমেও। দেশের ৩৭ জেলার বিভিন্ন নদীতে মা ইলিশ সংরক্ষণে গত ২২ দিনে অভিযান চালিয়ে ১৭৬৩ জন জেলেকে আটক করা হয়েছে।
মা ইলিশ ধরায় আটক ১৭৬৩ জেলে

মা ইলিশ ধরার কাজে ব্যবহৃত জাল পুড়িয়ে দিচ্ছে নৌ পুলিশ। ছবি: সংগৃহীত

তাদের মধ্যে ১২৬৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। তাদের কাছ থেকে ১ কোটি ৫২ লাখ ৭৪ হাজার ৭৬৭ মিটার কারেণ্ট জাল জব্দ করা হয়েছে। অভিযানের সময় ১৯ হাজার ৯১৯ কেজি মাছ উদ্ধার করা হয়েছে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, “গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন  ইলিশ ধরা নিষিদ্ধ ছিল। ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য এই ২২ দিন মাছ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি কার্যকর করতে নৌ পুলিশ নিরলস ভাবে কাজ করেছে।”

নৌ পুলিশ সূত্রে আরো জানা যায়, ইলিশ প্রজনন অঞ্চল, নদ নদীর এলাকা সমূহে নৌ পুলিশ টহল ও অভিযান চালিয়েছে। একই সঙ্গে দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, কেনাবেচা, মজুদ ও বিনিময় নিষিদ্ধ ছিল। একই সঙ্গে ভ্রাম্যমান আদালত বসিয়ে নিষেধাজ্ঞা অমান্যকারীদের সাজা দেয়া হয়েছে। একই সঙ্গে মৎস্য আড়ৎদার, জেলে সমিতিসহ সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে নদীতে কোন ভাবে  মাছ ধরার নৌকা, ট্রলার যেন না নামানো হয় সে বিষয়ে নজরদারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১ কোটি ৫২ লাখ ৭৪ হাজার কারেণ্ট জাল জব্দ করা হয়েছে। সাথে আটক করা হয়েছে ৯৪ লাখ টাকা মূল্যের মাছ। ১৪৮টি নৌকা, ট্রলার ও স্পীড বোট আটকের পর ৪৪৫ জন জেলের ১৮ লাখ ৫ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে।

বাঙালীয়ানা/টিএইচ/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.