মি. টিভেটের সাথে প্রধানমন্ত্রীর আলাপচারিতা

Comments

এবার দেশেই তৈরি হল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মানব সদৃশ রোবট মি. টিভেট। ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের দুই শিক্ষার্থী ফরিদ হোসেন এবং রাহাদ উদ্দিন এই রোবটটি তৈরি করেছেন।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সহযোগিতায় এর আইসিটি এবং ইনোভেশনের সেলের তত্ত্বাবধানে রোবটটি তৈরি করা হয়েছে।

এর আগে ব্যাংরো নামে সাধারণ একটি রোবট তৈরির নেতৃত্বে ছিলেন এই দুইজন। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা, ভিজুয়াল ডেটা, ফেশিয়াল রিকগনিশন ফিচার মেশিন লার্নিং প্রভৃতি প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই রোবটিই তাদের প্রথম রোবট।

মি. টিভেট নিজে নিজে মানুষের সাথে কথা বলতে পারে এবং মানুষের মুখে নির্দেশ শুনে কাজ করার সক্ষমতা রয়েছে। এছাড়াও, এটির ৪২ রকমের শারীরিক এক্সপ্রেশন প্রকাশের সক্ষমতা রয়েছে। এর চোখে রয়েছে উন্নত প্রযুক্তির থ্রিডি ক্যামেরা যার সাহায্যে সে সহজে সামনে থাকা কোনো বস্তুকে দেখে তার গতিবিধি নির্ধারণ করতে পারে। টিভেট এখন ৫০০ গ্রাম ওজনের যেকোনো বস্তু বহন করতে সক্ষম।

দেশের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের ব্র্যান্ডিং হিসেবে রোবটটির নামকরণ করা হয়েছে মি. টিভেট। যা ‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেইনিং’ এর সংক্ষিপ্ত রূপ।

উল্লেখ্য, আজ শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮, সকালে আইডিইবির ২২তম সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্নের মুখোমুখি হয় মি. টিভেট।  প্রধানমন্ত্রীকে স্যালুট দিয়ে স্বাগত জানায় মি. টিভেট। এসময় রোবটের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা রোবটকে প্রশ্ন করেন হোয়াট ইজ ইয়োর নেম, হাউ আর ইউ এবং হোয়াট ইজ দ্যা নেম অব দ্য ফাদার অব দ্য নেশন। রোবটটি উত্তরে বলে, মাই নেম ইজ মি. টিভেট। দ্বিতীয় প্রশ্নের উত্তরে টিভেট বলে ফাইন। শেষ প্রশ্নের জবাব রোবটটি দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ ফাদার অব দ্য নেশন।

 

বাঙালীয়ানা/এএ

মন্তব্য করুন (Comments)

comments

Share.