মুক্তি পেলো ‘হাসিনা: এ ডটারস টেল’ 

Comments

এই সময়ের বহুল আলোচিত ডকুফিল্ম ‘হাসিনা: এ ডটারস টেল’ মুক্তি পেয়েছে শুক্রবার, ১৬ নভেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত চলচ্চিত্রে, একজন মমতাময়ী মা, আদর্শ স্ত্রী এবং যোগ্য পিতার যোগ্য সন্তানের কথাই উঠে এসেছে তাঁর প্রধানমন্ত্রী পদটা ছাপিয়ে।

৭০ মিনিটের এই ডকুফিল্মে উঠে এসেছে দেশ পাগল এক বাবার মেয়ের প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্প। শেখ হাসিনা’র ব্যক্তি জীবনের পাশাপাশি এই ডকুফিল্মে উঠে এসেছে বিভিন্ন সময়ে তাঁর ঘাত-প্রতিঘাত পেরিয়ে আসার গল্প। প্রধানমন্ত্রী নয় একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার বাস্তব গল্প দেখানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় কন্যা শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানার বর্ণনায় নির্মিত তথ্যচিত্রে, নানা ঘটনা নিপুণ দক্ষতায় তুলে আনার চেষ্টা করেছেন পরিচালক পিপলু খান। শেখ হাসিনার পারিবারিক জীবনের বিভিন্ন দিক, সংগ্রাম, রাজনীতিসহ নানা অজানা ঘটনা ঠাঁই পেয়েছে সেলুলয়েডে। সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পক্ষে ডকুফিল্মটি প্রযোজনা করেছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন সাদিক আহমেদ। সম্পাদনা করেছেন নবনীতা সেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।

 

 

যেখানে দেখা যাবে:

স্টার সিনেপ্লেক্সে শনিবার, ১৭ নভেম্বর, শো এর সময় সকাল ১১টা ৩০, দুপুর ১টা, বিকেল ৪টা ৫০, সন্ধ্যা ৬টা ৩০ এবং রাত ৮টা ১০-এ।

যমুনা ব্লকবাস্টারে রবিবার, ১৮ নভেম্বর, ক্লাব রয়ালে বিকেল তিনটায় একটি শো হবে ডিপ্লোম্যাটদের জন্য। এখানেই রাত ৮টা ০৫ মিনিটে দ্বিতীয় শো হবে সাধারণ দর্শকদের জন্য। এ ছাড়াও অন্যান্য দিনে বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে ক্লাব রয়ালে দেখানো হবে এই শো।

ঢাকার মধুমিতা সিনেমা হলে সকাল ১১ টা দুপুর ৩ টা এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনটি শো দেখানো হবে।

চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুভিটি ১৬ নভেম্বর থেকে নিয়মিত দুটি হলে দেখানো হবে। থিয়েটার প্লাটিনামে মুভিটি দেখা যাবে প্রতিদিন সকাল ১১টায় এবং থিয়েটার টাইটানিয়ামে মুভিটি প্রতিদিন দেখা যাবে রাত ৯টায়। চট্টগ্রামের এই হলে মুভিটির অগ্রিম টিকিট বুক করতে যোগাযোগ করুন ৮৮০১৭০১৪৪৯৯৫৫ নম্বরে।

 

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.