মৃতের চূড়ান্ত সংখ্যা ২৫৩ জন

Comments

শ্রীলংকায় রোববার, ২১ এপ্রিল, ২০১৯, ৪টি গির্জা, ৩টি হোটেল ও ১টি বাড়িতে সিরিজ আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতের চূড়ান্ত সংখ্যা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আগে বিভিন্ন সময় ৩৫৯ জন নিহতের সংখ্যা জানানো হলেও মন্ত্রণালয়টি এখন ১০০ জন কমিয়ে ২৫৩ জন নিহত হওয়ার দাবি করছে।

শ্রীলঙ্কার উপ-প্রতিরক্ষামন্ত্রী রুয়ান বিজয়াবর্ধন বলেন, মর্গ থেকে ভুল তথ্য সরবরাহ করা হয়েছিলো। কারণ ব্যাখ্যা করে স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা বলেন, নিহতের লাশের বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সংখ্যা এত বেশি ছিলো যে সঠিক সংখ্যা দেওয়া সম্ভব ছিলো না।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সব ময়নাতদন্ত শেষ করা হয়, সেসময় একজনকে একাধিকবার গণনা করা হয়।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.