পৃথিবীতে অসংখ্য বিষয়ের মতো “মৃত্যুদণ্ড” প্রশ্নে মত-বিভক্তি রয়েছে ব্যাপক। নৃশংস অপরাধের সর্বোচ্চ শাস্তি “মৃত্যুদণ্ড” সঠিক মনে করেন কেউ, কেউ আবার এর বিপরীতেও নিজের অবস্থান স্পষ্ট করেন। এই বিভক্তি হয়তো থাকবে আরও বহুদিন। তবে এ বিষয়ে নিজের যৌক্তিক মত প্রকাশ করার ক্ষেত্র প্রস্তুতে বাঙালীয়ানা প্রয়াসী।
বাঙালীয়ানার আহ্বানে সারা দিয়ে অনেকেই এ বিষয়ে তাদের ভাবনা লিখে পাঠিয়েছেন। বাঙালীয়ানা তার পাঠকের জন্যে সেই ভাবনাগুলো থেকে বাছাইকৃত কয়েকটি লেখা প্রকাশ করা হয়েছে প্রতিদিন ধারাবাহিকভাবে। আজকে এই ধারাবাহিকের শেষ পর্বটি প্রকাশ হলো। – সম্পাদক
কোনো অপরাধেরই শাস্তি মৃত্যুদণ্ড নয়- বলে একটি প্রচারণা দেশে দেশে চলছে। মৃত্যুদণ্ডের পক্ষে-বিপক্ষে মত আছে। মানবাধিকারের পক্ষে যারা, তারা এখন মৃত্যুদণ্ডের বিপক্ষে। উন্নত অনেক দেশেই মৃত্যুদণ্ডের বিধান রহিত হয়েছে। আবার মৃত্যুদণ্ডের বিধান বহালও আছে অনেক দেশে। কোনো আইন কোনো মানুষের জীবন দিতে পারে না। তাই কোনো সভ্য দেশে কারো জীবন কেড়ে নেওয়ার আইন থাকতে পারে না। মৃত্যুদণ্ড মানুষের জীবন কেড়ে নেয়। কাউকে মেরে ফেলার পক্ষে আইন থাকা উচিত নয়।
সর্বোচ্চ শাস্তি “মৃত্যুদণ্ড” প্রসঙ্গে আরও পড়ুন
হত্যার শাস্তি মৃত্যুদণ্ড! তবে রাষ্ট্র যখন প্রাণ নেয়? । রঞ্জন সরকার
‘কেনো’ এবং ‘কেনো নয়’ । মারুফ রসূল
অপরাধীর বিরুদ্ধে রাষ্ট্র কেন অপরাধ করবে? । অবকাশ দাশঘোষ
‘নৃশংস অপরাধের শাস্তি মৃত্যুদন্ড’ – আমার ভাবনা । তৌহীদ রেজা নূর
মৃত্যুদণ্ড বন্ধের দাবি প্রত্যক্ষভাবেই বর্বরদের পক্ষে । নাহিদ এনাম
মৃত্যুদণ্ড: পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ । লুৎফুল হোসেন
তবে আমি ব্যক্তিগতভাবে আমাদের দেশে এখনই মৃত্যুদণ্ড রহিত করার পক্ষে নই। আমাদের দেশ এখনও অনেকটাই অপরাধপ্রবণ দেশ। মৃত্যুদণ্ড দেওয়া হয় প্রধানতও অপরাধ দমনের উপায় হিসাবে। বড় অপরাধ করলে বড় শাস্তি- এটা যদি না হয়, তাহলে অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। দেশে আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কঠিন আইনের প্রয়োগের প্রয়োজনীয়তা আমাদের দেশে ফুরিয়ে যায়নি। মৃত্যুদণ্ডই অপরাধ দমনের একমাত্র উপায় কিনা, তা নিয়ে বিতর্ক করা যেতে পারে কিন্তু অপরাধীর মনে কিছুটা ভীতি সৃষ্টির আইনি ব্যবস্থা না থাকলে সে আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।
আমরা এতোটা সভ্য হয়ে উঠিনি যাতে সুবচনে আমাদের মতি ফিরতে পারে। আমরা ভালো কথা শুনে ভালো হওয়ার অবস্থায় এখনও যেতে পারিনি। আমাদের দেশে জাতিবিদ্বেষী, মানবতাবিরোধী এমন কিছু অপরাধী আছে, যাদের আসলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারা বেঁচে থাকলে অন্য অনেকের জীবন বিপন্ন ও অনিরাপদ হওয়ার আশঙ্কা তৈরি হয়। একজনকে মেরে অনেকের জীবন বাঁচানোর পক্ষে আমার অবস্থান স্পষ্ট। প্রতিটি জীবনই মূল্যবান। কিন্তু তারপরও কোনো খারাপ মানুষের অপরাধের কারণে নিরাপরাধ মানুষের বেঁচে থাকার অধিকার যতোদিন শঙ্কার মধ্যে থাকবে, ততোদিন মৃত্যুদণ্ডের বিরোধিতা করাকে আমি যুক্তিহীন মনে করি। মানুষ বেঁচে থাক অধিকার নিয়ে, মানুষের মর্যাদা নিয়ে। সর্বোচ্চ শাস্তির ভয় যদি অপরাধ সংঘটনে একজনকেও নির্বৃত্ত করে তাহলেই বা ক্ষতি কি!
লেখক:
বিভুরঞ্জন সরকার, সাংবাদিক
সর্বোচ্চ শাস্তি “মৃত্যুদণ্ড” প্রসঙ্গে আরও পড়ুন
হত্যার শাস্তি মৃত্যুদণ্ড! তবে রাষ্ট্র যখন প্রাণ নেয়? । রঞ্জন সরকার
‘কেনো’ এবং ‘কেনো নয়’ । মারুফ রসূল
অপরাধীর বিরুদ্ধে রাষ্ট্র কেন অপরাধ করবে? । অবকাশ দাশঘোষ
‘নৃশংস অপরাধের শাস্তি মৃত্যুদন্ড’ – আমার ভাবনা । তৌহীদ রেজা নূর
মৃত্যুদণ্ড বন্ধের দাবি প্রত্যক্ষভাবেই বর্বরদের পক্ষে । নাহিদ এনাম
মৃত্যুদণ্ড: পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ । লুৎফুল হোসেন