ময়মনসিংহে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের পর হত্যা

Comments

নিহত ফারজানা আক্তার একই গ্রামের বজলুল হকের মেয়ে। ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকাল ১০টার দিকে ফারজানা বাড়ি থেকে নিখোঁজ হয়। সারাদিন খোঁজাখুজির পর রাত ১০টার দিকে বিষয়টি থানায় জানানো হয়।’

তিনি আরও বলেন, ‘পুলিশ ঢাকিরভিটা জঙ্গল থেকে গলায় ওড়না পেঁচানো লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।’

শিশুটির বাবা ফজলুল হক বলেন, তার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই।

এদিকে, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহতের লাশ ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও ভালুকা থানা সূত্রে জানান যায়।

বাঙালীয়ানা/এএ/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.