যুক্তরাষ্ট্রে সিনেগগে হামলা, নিহত ১

Comments

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পওয়ে শহরে শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯, সকাল ১১:২০ এর দিকে ইহুদিদের উপাসনালয় একটি সিনাগগে বন্দুকধারীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। আহত তিন ব্যক্তি। খবর এএফপি।

ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো শহরের পওয়েতে ঐ হামলার পর ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করে পুলিশ। তার নাম জন আর্নেস্ট।

হামলার সময় সিনাগগে ‘পাসওভার ডে’ উদযাপন চলছিল। এ ঘটনায় এখনো কোনো উদ্দেশ্য খুঁজে পায়নি পুলিশ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন, ‘ঘৃণা থেকে এই আক্রমণ চালানো হয়েছে।’

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গ সিনাগগে বন্দুক হামলায় ১১ জন নিহত হওয়ার ছয় মাস পর যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর গুলি চালানোর ঘটনা ঘটল।

সান ডিয়াগোর কাউন্টি শেরিফ বিল গোর বলেন, হামলাকারীর সামাজিক যোগাযোগের মাধ্যমের কার্যকলাপ পর্যালোচনা করা হচ্ছে।

গোর বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.