যুদ্ধাপরাধী আজহারের ফাঁসির রায় বহাল

Comments

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজহারুলের করা আপিল আংশিক মঞ্জুর করে বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় দেন।

তিনটি অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে বহাল রাখা হয়। অপর একটি অভিযোগে ২০ বছরের সাজাও বহাল রাখা হয়। পাঁচ বছরের সাজার একটি অভিযোগ থেকে আজহারুলকে খালাস দেওয়া হয়।

আদালত থেকে বেরিয়ে আজহারুলের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দিয়েছিলেন।

এটিএম আজহারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ ছয়টি অভিযোগ আনে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের দেওয়া রায়ে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়। ২, ৩ ও ৪ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। আর পাঁচ নম্বর অভিযোগে ২৫ বছর জেল ও ছয় নম্বর অভিযোগে পাঁচ বছরের জেল দেওয়া হয় তাকে। এছাড়া এক নম্বর অভিযোগ প্রমাণিত হয়নি বলে রায়ে উল্লেখ করে ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধের সময় রংপুরের আলবদর নেতা ছিল আজহারুল। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারী আপিল করে আজহারুল। এই আপিলের ওপর গত ১৮ জুন শুনানি শুরু হয়। ষষ্ঠ দিনে গত ১০ জুলাই শুনানি শেষ হয়। ৩১ অক্টোবর, ২০১৯ আপিল বিভাগ রায় ঘোষণা করলেন।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.