চাঁদা না দেওয়ায় গাজীপুরের শ্রীপুরে জামাল উদ্দিন নামে এক যুবককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবারের মধ্যে দুই লাখ টাকা চাঁদা না দিলে সেই ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিতে ঐ যুবক আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার, ১৯ আগস্ট, ২০১৯, বেলা ১১টার দিকে নিজ বাড়ির বারান্দার আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেন উপজেলার তেলিহাটি টেপিরবাড়ী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে জামাল উদ্দিন ।
নিহতের ছেলে হৃদয় গণমাধ্যমকে জানান, একই এলাকার চাঁন মিয়ার ছেলে সিয়াম, রইছ উদ্দিনের ছেলে সাদেক মিয়া, রনি, পিন্টু, সজল, শাওনসহ আরো কয়েকজন তার বাবার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। ওই টাকা না দেওয়ায় রবিবার, ১৮ আগস্ট, ২০১৯, বিকেলে অভিযুক্তরা তার বাবাকে বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী বৃন্দাবন-বাদশাহনগর সরকারী বনে নিয়ে যায়। সেখানে তারা জামালউদ্দিনকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করে। সোমবারের মধ্যে দুই লাখ টাকা চাঁদা দাবি করে ওরা তার বাবাকে বলে চাঁদা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইউটিউবে ছড়িয়ে দেওয়া হবে। পরে তার বাবা ঘটনাটি স্বজনদের জানান। এরপর সোমবার সকালে বাবা জামাল উদ্দিন বাড়ির লোকজনকে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেন। দুপুরে পরিবারের সদস্যরা জানতে পারে জামালউদ্দিনের মরদেহ বারান্দার আড়ার সাথে ঝুলছে।
শ্রীপুর থানা পুলিশঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, “জামাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের এলাকায় পাওয়া যাচ্ছে না। তবে গ্রেপ্তারের জন্য সম্ভাব্য স্থানসমূহে অভিযান চালানো হচ্ছে।”
বাঙালীয়ানা/এসএল