যুবরাজের কামব্যাক!

Comments

সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, দুপুরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদর দফতরে প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবারই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।

এদিন দুপুরে সৌরভ যখন মুম্বাইয়ের আরব সাগর তীরে বোর্ডের সদর দফতরে আসেন তখন তাঁর সঙ্গে ছিলেন শ্রীনিবাসন, রাজীব শুক্লা, নিরঞ্জন শাহের মতো বোর্ড কর্তারা। সেখানে অপেক্ষায় ছিলেন প্রচারমাধ্যমের প্রতিনিধিরা। তাদের এড়িয়ে ঠেলাঠেলির করেই ভিতরে ঢুকে পড়েন সৌরভ।
Sourav02

সোমবার দুপুরে মুম্বাইয়ে বোর্ডের সদর দফতরে সৌরভ। ছবি: রয়টার্স।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, রাতে নাটকীয়ভাবে বিসিসিআই-এর রাজ্য সংস্থাগুলোর বেসরকারি বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে প্রেসিডেন্ট হিসেবে তাঁর নাম গৃহিত হওয়ার পর থেকেই অনেকটা নিশ্চিত হওয়া গেছে প্রেসিডেন্টের নাম।

তেমন কোনও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে না সৌরভকে, কারণ, শেষ পর্যন্ত সমস্ত রাজ্য সংস্থা সৌরভকেই প্রেসিডেন্ট হিসেবে মনোনিত করেছে রবিবার রাতের সভায়।

প্রাথমিক ভাবে ব্রিজেশ প্যাটেলের নামই এই পদে শোনা গিয়েছিল। কিন্তু আচমকা পটপরিবর্তনে বাজিমাত করেন সৌরভ। রাতেই মনোনয়নপত্রে সই করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেছিলেন সিএবি-র সচিব অভিষেক ডালমিয়া। প্রাক্তন জাতীয় অধিনায়ক প্রেসিডেন্ট পদে থাকবেন ১০ মাস।

Sourav04

রোববার রাতে মনোনয়নপত্র পূরণ করছেন সৌরভ

BCCI-র সভাপতি হওয়ার পথে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা৷ তার আগেই সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানালেন তাঁর ভবিষ্যৎ কর্মসূচী৷ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে বসে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ভাবমূর্তি স্বচ্ছ্ব করাই তাঁর প্রাথমিক লক্ষ্য৷ ভারতীয় দলের হয়ে খেলেছেন৷ পরবর্তীতে দলের অধিনায়ক ছিলেন সৌরভ৷ এবার তাঁর কাঁধে নতুন দায়িত্ব৷ বিসিসিআইয়ের সভাপতির পদে আসীন হওয়া এক আলাদাই অনুভূতি, জানিয়েছেন তিনি৷

জগমোহন ডালমিয়ার উত্তরসূরী হতে পেরে আবেগআপ্লুত সৌরভ৷ জগমোহন ডালমিয়া পিতৃসম৷ তিনি ছাড়াও শ্রীনিবাসন,অনুরাগ ঠাকুর খুবই দক্ষতার সঙ্গে এই পদ সামলেছেন, জানিয়েছেন সৌরভ৷ তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদের সঙ্গে কোনও কিছুরই তুলনা হয়না, স্পষ্ট করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷

দায়িত্ব পেয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটদের জন্য বিশেষ নজর দিতে চান সৌরভ৷ বিগত তিনবছর ধরে এই নিয়ে তিনি কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরের কাছে আর্জি জানিয়ে এসেছেন৷ এবার পদে এসে এই নিয়ে সকলের সঙ্গে কথা বলবেন এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের আর্থিক বিষয় নিয়েও চিন্তাভাবনা করবেন৷ বিনা বিরোধিতায় বিসিসিআই সভাপতি হওয়ায় তাঁর ওপর আরও বাড়তি দায়িত্ব থাকছে বলে মনে করছেন বাংলার দাদা৷

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.