যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। তিন কার্যদিবসের মধ্যে তাঁর নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ সব পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ এ বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট।
এতে বলা হয়েছে, ওমর ফারুক চৌধুরীর নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাবের লেনদেন, বিবরণীর তথ্য তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

জি কে শামীমের সাথে ওমর ফারুক
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক প্রধানমন্ত্রীর ফুফাত বোনের স্বামী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ভগ্নিপতি।
সম্প্রতি র্যাবের অভিযানে ক্রীড়া ক্লাবগুলোতে অবৈধ ক্যাসিনো পরিচালনায় যুবলীগের বেশ কয়েকজন নেতার সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।
অভিযান শুরুর দিন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাতক খালেদ মাহমুদ ভূইয়া এবং পরে ঠিকাদার জি কে শামীমকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সম্রাটের নাম আলোচনায় আসার পর তার ব্যাংক হিসাবও জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংক। যুবলীগের আরেক নেতা ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ব্যাংক হিসাব জব্দ করতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাঙালীয়ানা/এসএল