রজত হুদার কবিতা

Comments

বিষণ্ণ বাহিকা বাতাস

দর্পণে নয়নতারার হুলুস্থুল হয়
রৌদ্রশঙ্খ দিন ভাঁজ ভাঙে আসুপ্তি বালিয়াড়িতে
জলকুক্কুট দল বেঁধে উড়ে যায় পার্শ্ববর্তী দ্বীপে;
পূণ্যছোঁয়া মনে পড়ে।
আমি তার উষ্ণতার হিমে ভেসে ভেসে একদিন হয়েছিলাম নাবিক।

বহুদূর বয়ে যাও বাতাস, হে নদীর শরীর ছোঁয়া বন্ধু;
ভোরের গন্ধ মেখে চলে যাওয়া পথিকের মতো
বহুদূর বয়ে যাও বাতাস।

শুকনো ঝরাপাতা হয়ে কেঁপে উঠি বাতাসে
আদিগন্ত সময় নির্মাণ করে ছায়াবন পথ
আমার মর্মরে কেবল দুঃখ ভাঙার শব্দ।

তুমি অপেক্ষা করে আছো পাতার শিশিরে
বিন্দু বিন্দু ঝরে পড়ছো হৃদয়ের জলে;
হৃদয়কে নিষ্পত্র করে চলে গেছে হেমন্তের দিন
নয়নতারার অশ্রু-বিষণ্ন সাগর টলমলে।

বেনোজলের দিন

দূরের মেঘ দিগন্তে নেমে আসে। ঝরাপাতাদের বাড়ি হয় মাটি
তুমি ছিলে ওবেলার মেঠো রোদ। এবেলা বৃষ্টি; ছুঁয়ে ফেলে বাড়িমুখো হাঁটি।

বাড়ির উঠোন—দুয়ারে পাখোয়াজ বাজে। চালে গাছেদের অশ্রুর ছড়াছড়ি
সন্ধ্যার হাঁকডাকে মাতে জানলার শিক। চোখে জানে; কান্নাতে মন করে কত কড়াকড়ি।

ফিঁকে চাঁদ হাসে নদীমরা রাতে। মাতমের চুপ রূপ বেহুলার ভেলায়
পাড়ভাঙা দিন আনে ঘুমন্ত দুপুর। আয়নায় প্রশ্ন জাগে জিতবে কে খেলায়?

দু’জনের ছায়া মাখামাখি

তুমি এক অকাতর দিন। বৃষ্টির ঢেউমালা ফুল
কনে দেখা আলোতে মুখ; মন দেখা সেথা হুলস্থুল
তোমাকে ছুঁয়ে ছুঁয়ে থাকি। পাখিদের ঘর ছাওয়া গান
বসতের মালা গাঁথা সুতো; দৈবাৎ মন দেয় টান।

আমি এক কাঙালের স্বর। ঝিনুকে মুক্তোর খোঁজ
সমুদ্র রোদে গাঙচিলে; মন ভাসে ঐ মনে রোজ
আমাকে কি দিঘি করে চাও? কলমীলতা হাসে জলে
ধূপছায়া পথ বলে সাজো; শপথের কথা তৃণ বলে।

পাখিদের বাসরের ঘ্রাণ। চেনা মুখে পরশের দাগ
প্রিয় স্বর ডেকে বলে, এই; বুনেছি ভৈরবী রাগ
আমি বুঝি উচাটন গান? তুমি বুঝি গোধূলির হাওয়া?
বসন্ত হেসে ওঠে ঘরে; একে বলে তুমি কাছে পাওয়া।

অভিমুখী

দুঃখগুলো কোথায় জন্ম নেয়
কোথায় ওঠে গোপন গুমরা ঢেউ?
প্রশ্নমালা সাজানো থরে-থরে—
উত্তর নেই; দিক জানে কি কেউ?

জন্ম মানে বাতাস-পাতার বাহাস
পাখির ঘরে বিচারসভা চলে
হোমানলে মানুষ যখন পোড়ে
দেবালয়ে আগর আগুন জ্বলে।

সুখগুলো কোথায় হারায় খেই?
হেঁটে যাবার পথ গিয়েছে বেঁকে
জন্মাবধি হাতের তালু মেলে
জলরঙেতে রেখা যাচ্ছি এঁকে!

অবাক হৃদয় মোহে’র স্রোতে ভাসে
ঘূর্ণাবর্ত জীবন জাতিস্মর
বাবলা ফুলে জন্ম নেবো আবার
সুবাস মানে তেইশে সেপ্টেম্বর।

লেখক:
Razat Huda
রজত হুদা, কবি ও গণমানুষের রাজনীতির কর্মী

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট