শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে রাজধানীর বিমানবন্দর সড়কে পথচারী আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার, ১২ আগষ্ট, ২০১৮, সকাল ১০টায় বিমানবন্দর সড়কে বীরসপ্তক ক্রসিং পয়েন্টের কাছে ‘পথচারী আন্ডার-পাস’ প্রকল্পের এ ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন তিনি।

এসময় তিনি ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, “বিভিন্ন স্কুল কলেজের সামনে আন্ডারপাস, ফুটওভার ব্রিজ স্থাপনে কাজ করবে সরকার। আগে এয়ারপোর্ট রোডে কোন ডিভাইডার ছিলো না। প্রথম মেয়াদে এসে আমরা ডিভাইডার করে দিয়েছি। আমরা যোগাযোগ ব্যবস্থায় আরোও উন্নয়ন করতে সড়ক নেটওয়ার্ক তৈরী করছি।” তিনি আরোও বলেন, “শিক্ষার্থীরা আজ কম্পিউটার ব্যবহারের সুযোগ পাচ্ছে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। আমরা মহাকাশ জয় করেছি। তাছাড়া, শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করে দেয়ায় পুরো বিশ্বই আজ তোমাদের কাছে উন্মুক্ত।”

সড়ক আইনের বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বন্ধ হওয়ার উপক্রম বিটিআরসি আমরাই চালু রেখেছি। আমরা সড়ক আইন ক্যাবিনেট সভায় পাশ করিয়েছি। খুব জলদি সংসদেও এই বিল পাশ হবে।” আইন অমান্যকারীদের উপযুক্ত শাস্তি দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। তাছাড়া, তিনি যে কোন ধরণের গুজবে কান না দিতেও ছাত্রছাত্রী ও দশবাসীকে অনুরোধ করেন।

এ সময় তিনি ছাত্রছাত্রীদেরও সড়ক আইন মেনে চলার আহ্বান জানান। তাদেরকে তিনি ফুটওভার ব্রিজ ব্যবহারের প্রতি পরামর্শ দিয়েছেন। তাছাড়া অন্যান্য স্কুল কলেজের জন্য যদি বাসের দরকার হয় তাদেরকেও বাস দেয়ার কথা ব্যক্ত করেন এবং স্কুল এলাকায় সবসময় ট্রাফিক পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে ট্রাফিক বিভাগকে কাজ করার নির্দেশ দেন। ছাত্রছাত্রীদের ট্রাফিক কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী প্রতিটি স্কুলের সিনিয়র শিক্ষার্থীদের নিয়ে ভলান্টিয়ার টিম গঠনেরও প্রস্তাব দেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই জাবাল-ই-নূর পরিবহনের একটি বাস একই কোম্পানির আরেকটি বাসের সঙ্গে যাত্রী উঠা-নামা নিয়ে প্রতিযোগিতাকালে বাস চাপা -য় শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম এবং আবদুল করিম রাজিব ঘটনাস্থলেই নিহত হয়।

এর আগে,প্রধানমন্ত্রী নিহত দুই শিক্ষার্থীর প্রতি পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করেন। এছাড়া তিনি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি বাসও হস্তান্তর করেন।

মন্তব্য করুন (Comments)

comments

Share.