রোহিঙ্গা শিবিরে বন্দুকযুদ্ধ নিহত ৩

Comments
শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯, রাত দেড়টার দিকে কক্সবাজারে টেকনাফের নিবন্ধিত হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকে হাবিরের ঘোনা পাহাড়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত হয়েছে। পুলিশ বলছে যে নিহতরা শীর্ষ ডাকাত ছিল। ঘটনাস্থল থেকে চারটি এলজি  এবং ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশের দেয়া তথ্য অনুসারে, শুক্রবার রাতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকে হাবিরের ঘোনা পাহাড়ের নিচে অস্ত্র মজুদ রয়েছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় ডাকাত দলের লোকজন পাহাড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই তিন রোহিঙ্গাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে নেওয়ার পথে তারা মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হল – নুর আলম (২৩), মোহাম্মদ জুবায়ের (২০) ও হামিদ উল্লাহ (২০)। তারা তিন জনই নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে বাসিন্দা।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.