শিক্ষার্থীদের উপর গ্রামবাসীকে লেলিয়ে দেয়ার প্রতিবাদে সহকারী প্রক্টরের পদত্যাগ

Comments

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর প্রক্টরিয়াল দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। হুমায়ুন কবীর বাঙালীয়ানাকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীকে লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষার্থীদের উপর। এ অবস্থায় নৈতিক কারণেই আমি পদত্যাগ করেছি।

এদিকে শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯, বেলা ১২টার দিকে শহর থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের সময় ভিসি নাসিরের পদত্যাগ দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা হয়েছে। উপজেলার মোড়, গোবড়া, হাসপাতাল মোড়, নীলার মাঠ, নবীনবাগ, সোবহান সড়ক, সোনারপুর এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।

হামলায় অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে ১০-১২ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহরে বসবাসরত শিক্ষার্থীদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

শহরে বসবাসরত শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাবার পথে বাধা সৃষ্টির স্থানীয় মাস্তানেরা বাধার সৃষ্টি করে। শহরের নবীনবাগ ও সোনাপুরে বসবাসরত শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে তাদের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে ফলে তারা পায়ে হেঁটে ক্যাম্পাসে পৌঁছেছেন। পথে স্থানীয় মাস্তানরা ক্যাম্পাসে যাবার পথে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এবং এলাকার পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বাঙালীয়ানা প্রতিবেদককে বলেন, ‘হামলার খবর আমি শোনার সাথে সাথেই আইনশৃংখলাবাহিনীকে ব্যবস্থা নিতে বলেছি এবং আমি আহতদের উদ্ধার করে হাওপাতালে নেবার ব্যবস্থা করেছি’।

গোপালগঞ্জের পুলিশ সুপার অবশ্য টেলিফোনে বাঙালীয়ানাকে বলেন, তিনি এ ধরণের কোন হামলার খবর জানেন না।

আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়া ক্ষোভ বহিষ্কারাদেশ তুলে নিয়ে এবং কয়েকটি দাবি মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে অন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.