শিক্ষার্থীদের উপর ভিসির লেলিয়ে দেয়া গ্রামবাসীর হামলা (সচিত্র)

Comments

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদত্যাগী সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর বাঙালীয়ানাকে বলেন, ভিসি টাকা দিয়ে গ্রামবাসীদের এনে শিক্ষার্থীদের উপর হামলা করিয়েছে।

Gopalgonj_Attack03

শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯, বেলা ১২টা থেকে শহরের উপজেলার মোড়, গোবড়া, হাসপাতাল মোড়, নীলার মাঠ, নবীনবাগ, সোবহান সড়ক, সোনারপুর এলাকায় থেকে থেকে শিক্ষার্থীদের উপর হামলা চলছে।

Gopalgonj_Attack04

হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছে  বলে শিক্ষার্থীদের সূত্রে জাজা গেছে। তাদের মধ্যে ১০-১২ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

এর আগে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহরে বসবাসরত শিক্ষার্থীদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে বলে জানায় শিক্ষার্থীরা।

Gopalgonj_Attack02

শহরে বসবাসরত শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাবার পথে বাধা সৃষ্টির স্থানীয় মাস্তানেরা বাধার সৃষ্টি করে। শহরের নবীনবাগ ও সোনাপুরে বসবাসরত শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে তাদের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে ফলে তারা পায়ে হেঁটে ক্যাম্পাসে পৌঁছেছেন। পথে স্থানীয় মাস্তানরা ক্যাম্পাসে যাবার পথে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এবং এলাকার পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

Gopalgonj_Attack05

আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়া ক্ষোভ বহিষ্কারাদেশ তুলে নিয়ে এবং কয়েকটি দাবি মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে অন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.