শিল্পকলায় গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

Comments
দুই বাংলার শিল্পীদের পারস্পরিক আত্মার বন্ধনকে দৃঢ় করতে সপ্তম বারের মতো শুরু হচ্ছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’। ৫ অক্টোবর, শুক্রবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে পর্দা উঠছে ১১ দিনব্যাপী এবারের আসরটির। গঙ্গা-যমুনা সাংস্কৃতিক পর্ষদের উদ্যোগে সপ্তমবারের মত আয়োজন করা হচ্ছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৮’।

শিল্পকলায় গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

অভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে এবং জনগণের মৈত্রীর বন্ধন দৃঢ়তর করার লক্ষেই মূলত ঢাকা এবং কলকাতায় বিগত ছয় বছর ধরে এ উৎসবের আয়োজন করে আসছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ’।

বাঙালীয়ানা/টিএইচ/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.