কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে শিশু আকিফা খাতুন নিহতের ঘটনায় অভিযুক্ত ফয়সাল গঞ্জেরাজ বাসের মালিক ও চালককে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (১২সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার সিনিয়র বিচারিক হাকিম আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন ফয়সাল গঞ্জেরাজ বাসের মালিক মো. জয়নাল আবেদীন ও চালক শহিদ মিয়া ওরফে খোকন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কাদেরী বলেন, গত রবিবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুরের ঝিলটুলী এলাকার নিজ বাড়ি থেকে ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের মালিক জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে র্যাাব। পরে তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। সোমবার সকালে গ্রেপ্তারকৃত জয়নালকে আদালতে পাঠানো হয়। একই সঙ্গে বাসের চালক খোকন ওই আদালতে আত্মসমর্পণ করেন। পরে দুজনের আইনজীবী আদালতের কাছে তাদের জামিনের আবেদন করেন। বিচারক এম এম মোর্শেদ তাদের দু’জনকেই জামিন দেন।
বাঙালীয়ানা/আরসি/এআর