শুরু হতে যাচ্ছে অনলাইন শপিং ফেস্টিভ্যাল

Comments

দেশের শীর্ষস্থানীয় ১০টি ই-কমার্স প্রতিষ্ঠান সম্মিলিতভাবে আয়োজন করতে যাচ্ছে সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব। ‘১০-১০’ শিরোনামে অনুষ্ঠিত হবে এই উৎসব। উৎসবটি শুরু হবে ১ অক্টোবর এবং শেষ হবে ১০ অক্টোবর।

‘১০-১০ মেগা শপিং ফেস্টিভ্যাল’ নামের উৎসব উপলক্ষ্যে রোববার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে আয়োজকরা। সংবাদ সম্মেলনে জানানো হয়,  অক্টোবরের প্রথম ১০ দিন কেনাকাটার এই উৎসব চলবে। মূল্যছাড়, ফ্রি ডেলিভারি, উপহারসহ প্রায় এক কোটি টাকা মুল্যমানের ছাড় দেয়া হবে। উৎসবে অংশ নেবে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ, আজকের ডিল, বাগডুম, রকমারি, পিকাবু, অথবা, হাংরিনাকি, সেবা এক্সওয়াইজেড, এনআরবি বাজার এবং খাস ফুড।

১০ দিনব্যাপী এই শপিং উৎসবে প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য নিয়ে আসছে নানা ধরনের আকর্ষণীয় অফার। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে –

  • ১০ দিনে সারাদেশে যেকোনো প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে ফ্রি ডেলিভারি
  • বিভিন্ন প্রোডাক্টে ৫০-৭০% পর্যন্ত ছাড়
  • মোবাইল পেমেন্টের মাধ্যমে কিনলে ১০-২০% ক্যাশব্যাক

উৎসবের আহবায়ক প্রিয়শপ ডটকমের প্রতিষ্ঠাতা সিইও এবং ই-ক্যাবের রুরাল ই-কমার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আশিকুল আলম খান জানান, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশে অনলাইনে কেনাকাটা বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকদের অনলাইনে কেনায় আরও উৎসাহিত করতে ১০ দিনের এই বিশেষ আয়োজন। এতে করে দেশীয় ই-কমার্সের প্রতি ক্রেতার আস্থা আরও বাড়বে। আজকেরডিলের প্রধান নিবার্হী ফাহিম মাসরুর বলেন, এটি মূলত লোকাল ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর একত্রে একটি উদ্যোগ, যা প্রথম আয়োজন। ধারাবিহকভাবে এমন আরও অনেক উৎসবের আয়োজন করা হবে।

 

বাঙালীয়ানা/আরসি/জেএইচ

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.