প্রতিযোগিতার নিয়মাবলি:
• যেকোন শ্রেণি, পেশা ও বয়সের নাগরিক অংশ নিতে পারবেন।
• আঁকাআঁকির মিডিয়া: উন্মুক্ত, মানে ডিজিটালি বা খাতা কলমে সব ভাবেই করা যাবে। কালার বা সাদা-কালো ইচ্ছামতন।
• একজন প্রতিযোগী লেখা এবং আঁকা দুটোই পাঠাতে পারবেন। আবার দলীয়ভাবেও লেখা এবং আঁকা পাঠানো যাবে। কিন্তু কোন লেখকের পক্ষে যদি আঁকা সম্ভব না হয়, তবুও গল্প পাঠালে আমরা পরবর্তীতে প্রতিযোগিতার অন্য আঁকিয়ের সাথে যুক্ত করে দেব।
• ১০০০ শব্দের মধ্যে কাহিনি সংক্ষেপ পাঠাতে হবে।
• আর্টিস্টকে কিংবা আর্টিস্ট ও রাইটার একজন হলে তাকে স্যাম্পল হিসেবে যে কমিক্সটি তিনি করতে ইচ্ছুক তার অন্তত দুই পৃষ্ঠা ড্রয়িং পাঠাতে হবে, পেইজের মাপ পাশাপাশি ৭ ইঞ্চি X ৯.৫ ইঞ্চি, মার্জিন রাখা হলে সেটা কমপক্ষে ০.৫ ইঞ্চি চারদিকে।
• এন্ট্রি পাঠাতে হবে [email protected] । মেইলের ওপরে সাবজেক্ট থাকবেঃ “ঢাকা কমিক্স আঁকিয়ে ও লেখক হান্ট ২০১৮”।
হাতে আঁকা কমিক্স চাইলে সরাসরি মূল কপি পোস্ট করেও পাঠানো যাবে। পাঠাবার ঠিকানা- দোকান-১৪, বাড়ি ৪৭, দক্ষিণ বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা-১২০৮।
ফোন- 01859-098777
• অরিজিন্যাল ড্রয়িং ও গল্প হতে হবে, নাহলে তা গণ্য করা হবে না।
• আগে বই বের হয়েছে এমন কেউ এন্ট্রি দিতে পারবে না।
• কপিরাইট: চরিত্রের কপিরাইট যে বা যারা বানাবেন তাদের, তবে ঢাকা কমিক্সে যে গল্পটি দেয়া হবে সেই গল্পটির কপিরাইট ঢাকা কমিক্সের।
• এন্ট্রি পাঠানোর শেষ তারিখ নভেম্বর ১২, ২০১৮।
প্রাথমিক এন্ট্রি থেকে বাছাইকৃত বিশজনকে ঢাকা কমিক্স টিম আমন্ত্রণ জানাবে দিনব্যপী কমিক্স ক্রিয়েশন ওয়ার্কশপে। সেখানে দেশের সেরা কমিক বুক আঁকিয়ে ও লেখকেরা থাকবেন মেন্টর হিসেবে।
পুরস্কার: পরবর্তীতে সেরা তিনটি গল্প নিয়ে ঢাকা কমিক্স নবীন সিরিজের একটি বই প্রকাশ করবে। সেই সাথে প্রথম দশজন (বা দশ টিম) পাবে ঢাকা কমিক্সের সার্টিফিকেট।