পোশাক শ্রমিক বিক্ষোভ চলছে

Comments
মালিকপক্ষের আশ্বাসে ভরসা নেই পোশাক শ্রমিকদের। মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়ে বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯, সকাল থেকে চতুর্থ দিনের মতো রাস্তায় নেমে এসেছেন তারা। রাজধানীর মিরপুরের কালশী ও উত্তরা এলাকায় তারা বিক্ষোভ করছেন। এ অবস্থায় উত্তরায় যানচলাচল খুব একটা ব্যাহত না হলেও কালশীতে মূল সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। আশপাশের সড়কে যানবাহন ডাইভারশন করে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
Garments_kalshi_01

বুধবার সকালে কালশী এলাকার চিত্র

মঙ্গলবার বিকেলে শ্রমিকদের দাবি নিয়ে আড়াই ঘণ্টাব্যাপী বাণিজ্যমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী, শ্রমিকদের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের বৈঠকের সিদ্ধান্তে আগামী একমাসের মধ্যে সব পক্ষের প্রতিনিধিদের সমন্বয় করে শ্রমিকদের সব দাবি বাস্তবায়ন করবার এবং একইসঙ্গে ফেব্রুয়ারীতে জানুয়ারী মাসের বেতনসহ বকেয়া বেতন পরিশোধেরও আশ্বাস দিলেও এ আশ্বাসে আস্থা রাখতে পারছেন না সংশ্লিষ্ট কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকেরা। শ্রমিকদের দাবী ‘তারা মালিকের পক্ষ থেকে প্রতিশ্রুতি চান’।

আন্দোলনকারী শ্রমিকদের ভাষ্য অনুযায়ী,’ আমরা টিভিতে দেখেছি, সরকার আমাদের দাবি মেনেছে। কিন্তু যিনি বাস্তবায়ন করবেন সেই মালিক এখন পর্যন্ত আমাদের কোনো আশ্বাস দেননি। তাহলে আমরা কিসের ভিত্তিতে বুঝব যে আমাদের দাবি মালিক মেনে নিয়েছে?’

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলছি। আশা করছি খুব শিগগিরই শ্রমিকরা আন্দোলনের অবসান হবে।

মন্তব্য করুন (Comments)

comments

Share.