নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে উত্তরার আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক অবরোধ করে থাকা পোশাক শ্রমিকরা ৫ ঘন্টা পর অবরোধ উঠিয়ে নেওয়ায় উত্তরায় যানচলাচল স্বাভাবিক হয়েছে। রোববার, ৬ জানুয়ারী, ২০১৯, সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক তৈরী কারখানার পোশাক শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে উত্তরার ঢাকা ময়মনসিং রোডে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা থেকে সরে যান।
জসিমউদ্দিন রোড থেকে আজম পুর পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে শ্রমিকেরা। ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেয় তারা। বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুই দিকে সৃষ্টি হয়েছিল ব্যাপক যানজট । উত্তরখান ও দক্ষিণখান এলাকা থেকেও শ্রমিকরা এসে সড়কে অবস্থান নিতে শুরু করেচ।