শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে পড়লেন ম্যাশ

Comments

শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯, মিরপুর শের-ই-বাংলায় দলের অনুশীলনের সময় বাঁ পায়ের হ্যামিস্ট্রিংয়ে চোঁট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা। দলের সঙ্গে যেতে পারছেন না ম্যাশ।

সহকারী অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় ম্যাশের বদলে তামিম ইকবালকে অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছে নির্বাচক কমিটি।

ইন্জুরির বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, সন্ধ্যায় অনুশীলনের সময় বা দিকের হ্যামে চোঁট পেয়েছেন মাশরাফি। এই ধরনের চোঁট সারতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে।

টাইগার দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, মাশরাফির ইনজুরির কারণে দলের সিদ্ধান্তে তামিম  ইকবালকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে।

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানেডেতে অংশ নিতে শনিবার, ২০ জুলাই, ২০১৯, দুপুর পৌনে ১টায় দেশ ছাড়বে টিম বাংলাদেশ। ২৬ জুলাই সিরিজের প্রথম ম্যাচের পর ২৮ জুলাই দ্বিতীয় ও ৩১ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মোকাবেলা করবে সফরকারীরা।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.