সবার আগে সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের

Comments

প্রথম ম্যাচে ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে এশিয়া কাপ মিশন শুরু করা বাংলাদেশের সুপার ফোরে খেলা  নিশ্চিত হলো সবার আগে। বাংলাদেশের গ্রুপের আজকের ম্যাচে আফগানিস্তান মুখোমুখি হয় শ্রীলংকার। আফগানদের দুর্দান্ত বোলিং এর সামনে দাড়াতেই পারলো না হাথুরুর শিষ্যরা।

টসে জিতে ব্যাট নেয়া আফগানিস্তান ওপেনার দের ব্যাটে ভর করে ভালো শুরু করলেও ২৪৯ রানেই থেমে যেতে হয় আফগানদের। রহমত শাহ ৭২(৯০) ও ইহসানুল্লাহ ৪৫(৬৫) এবং শেষের দিকে হাসমতুল্লাহ ৩৭(৫২) রানে ভর করে ২৫০ রানের টার্গেট দেয় লংকানদের।

ফাইল ছবি

জবাবে ব্যাট করতে নেমে আফগান স্পিন বিষে আক্রান্ত হয়ে ১৫৮ রানেই গুটিয়ে যায় শ্রীলংকা। রশিদ খান, মুজিব, গুল্বাদিন নাইব ও মো নবী প্রত্যেকেই ২ টি করে উইকেট নেন।

গ্রুপ পর্বে তিনটি দলের প্রত্যেকেই একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ শ্রীলংকাকে প্রথম ম্যাচে এবং আফগানিস্তান শ্রীলংকাকে হারানোয় শ্রীলংকার বিদায় নিশ্চিত এবং বাংলাদেশ ও আফগানিস্তান এর সুপার ফোরে খেলা নিশ্চিত।

বাঙালীয়ানা/এইচকে/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.