সম্রাট ও আরমানের বাসাতে অভিযান, তেমন কিছু পায়নি র‍্যাব

Comments

গ্রেফতারকৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট ও সম্রাটের ক্যাসিনো গুরু দক্ষিণ যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানের কয়েকটি বাসায় অভিযান পরিচালনা শেষ করছে র‌্যাব।

রোববার, ৬ অক্টোবর, ২০১৯, ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী এনামুল হক আরমানকেও গ্রেফতার করে র‌্যাব।

র‍্যাব সূত্র জানিয়েছে, মহাখালি ডিওএইচএস-এ সম্রাটের ফ্ল্যাটে যেখানে তার দ্বিতীয় স্ত্রী বাস করেন সেই বাসায় অভিযান চালিয়ে কোন অবৈধ অর্থ বা পণ্য উদ্ধার করতে পারেনি। শান্তিনগরে সম্রাটের আরেকটি ফ্ল্যাটে র‍্যাব অভিযান চালাচ্ছে।

সূত্র আরও জানায় যে, অপর গ্রেফতারকৃত এনামুল হক আরমানের কলাবাগান ও মিরপুরের দুটি বাসাতেও র‍্যাব তল্লাশি চালাচ্ছে।

সম্রাটের শান্তিনগরের বাসা থেকে প্রায় ৫ লক্ষ টাকা, ভারতীয় ও যুক্তরাষ্ট্রের মুদ্রা আটক করেছে র‍্যাব।

এনামুল হক আরমানের মিরপুর ২ এর বাসায় কাউকে না পেয়ে দরজা ভেঙ্গে ভেওত্রে প্রবেশ করেছে র‍্যাব। স্থানীয় সূত্রে জানা গেছে আরমানের পরিবার আজ ভোরে সম্ভবত আরমানের গ্রেফতারের খবর পেয়েই সকলে সিএনজিতে করে বাসা ছেড়ে চলে গেছে।

র‍্যাব-৪ এর কর্মকর্তা জানিয়েছেন, এনামুল হক আরমানের মিরপুর ২ এর বাসা থেকে তেমন কিছুই উদ্ধার করতে পারেননি। ১২টি ব্যাংকের চেকবই উদ্ধার করেছে যা থেকে তথ্য সংগ্রহ সম্ভব হবে বলে মনে করে র‍্যাব।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.