তরুণ কবি সৈকত আমীন। ছোট্ট এই কবিতার মাধ্যমে নিজের পরিচয় দিয়ে এবারের বই মেলায় নিয়ে এলেন নিজের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘গোরখোদক-এর গান’।
সমাজের অবক্ষয়গুলোকে সামনে তুলে নিয়ে এসে কবি সৈকত আমীন প্রশ্ন রেখেছেন মানুষেরই তৈরী করা সকল বিশ্বাসে। কথা বলেছেন সারা পৃথিবীর খেঁটে খাওয়া শোষিত মানুষের পক্ষে। তার কবিতায় জায়গা হয়েছে তনুর কিংবা আমাদের ভুলে যাওয়া অভিজিতের। কাঁটাতারে ঝুলে থাকা ফেলানী অথবা বিশ্বজিতের কথাও এসেছে কবির কবিতায়।
জীবন-মৃত্যু, বিশ্বাস-অবিশ্বাস, তুমি-আমি হয়ে সব কথাই আছে সৈকত আমীনের কবিতায়। বিশ্বমানবতার পাশাপাশি কবিতায় ফুটে উঠেছে প্রাণীকুলের প্রতি ভালোবাসাও। আছে যুদ্ধের বিপরীতে অবস্থান করার দৃঢ় আহ্বান।
গ্রন্থিক প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া বইটি উৎসর্গ করা হয়েছে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানকে। বইটি পাওয়া যাচ্ছে এমর একুশে বইমেলায় ৩৮২ নং স্টলে আনন্দম প্রকাশনীতে।
বাঙালীয়ানা/জেএইচ